শখের লেখা
*শখের লেখা*
সাফিয়া সুলতানা
আমার লেখায় বিরহের ভাব
ফেলেছে তোমাদের মনে ছাপ
বলছো তোমারা,
আছি নাকি আমি বিরহে
খেয়ে ছ্যাকা,হয়েছি ব্যাকা
আর লিখছি যত কবিতা।
আহা,কি না মজা লাগে
শুনতে তোমাদের কথা
তোমরা কি বুঝো না,
কি করে খাবো আমি ছ্যাকা
যে না কি পায় নি,আজো প্রেমের দেখা।
তবে ভাবো কি করে,তোমরা এসব,
যা আমি বুঝি না,বুঝতে চাই না
ভালো লাগে আমার লিখতে
সাজাই ছন্দে বা গপ্লে,যখন যা আসে মনে
তাতে আছে হয়ত ছ্যাকা,অনেক প্যারা,তবে
সব লেখা আমার শুধুই শখের বসে লেখা।
Collected: Safiya Sultana
No comments