ধানখুনিয়া, ৮ নং নাকাই ইউপি, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা করতোয়া নদীর প্রশাখা নয়া নদীর ব্রীজ হতে প্রায় ৩০০ গজ উত্তরে নদীর মাঝে থেকে মাটি কাটার সময়ে প্রায় শতবর্ষ পূর্বের একগাছা একটি শাল কাঠের নৌকার অস্তিত্ব খুজে পাওয়া যায়। এখন পর্যন্ত নৌকা থেকে একটি পিতলের কলসি পাওয়া গিয়েছে বলে জানা যায়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়। ইতিমধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশ বিষয়টির সত্যিকর অবস্থা খুজে বের করতে এলাকা তদন্ত করেছে এবং উক্ত নৌকার অবস্থানরত স্থানে মাটি কাটা ও নৌকার কোন খন্ড অংশ না নেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করে ইউপি সদস্য মাধ্যমে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments