It's me MRK Bayzid. Welcome to blog website.

Header Ads

Header ADS

কোভিট-১৯

কোভিট-১৯

যেসব মধ্যবিত্ত পরিবার এই কোভিডকে গায়ে মাখতেছেন না , স্বাস্হ্যবিধি না মেনে হুদাই নাচতেছেন , ভিড় এবং জনসমাগমে দাঁত কেলায়া সেলফি তুলতেছেন , ক্যাপশানে লিখতেছে - " ফিলিং নাইস " আমি হলফ করেই বলতে পারি তাদের পরিবারের ১ জন রোগীও যদি কোভিড আক্রান্ত হয়ে আইসিইউতে যায় - পুরো পরিবার জাস্ট ২ সপ্তাহেই পথে বসে যাবে । কোভিড রোগীকে প্রাইভেট আইসিইউতে রেখে ১০-১৫ দিন ট্রিটমেন্ট চালানোর মতো সামর্থ্য ৯০% পরিবারের নেই ।

যারা বছরের পর বছর ধরে ডিপিএস করেছেন একটু ভালো ভবিষ্যতের আশায় - ম্যাচিউর হবার আগেই রক্ত পানি করে তিলে তিলে গড়া ডিপিএসগুলাও ভেঙ্গে ফেলতে হবে ,
আইসিইউ বেড ক্রাইসিস এখন চরমে।
দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারকে অর্থনৈতিক , মানসিকভাবে পিষে ফেলা রোগের নাম কোভিড ।
বিত্তশালীরা হয়তো টাকার বিনিময়ে ভয়াবহ এই কোভিডের সাথে অসম যুদ্ধ চালিয়ে যাবেন , তথাপি সেটা হবে চরম মানসিক এবং শারিরীক কষ্টের বিনিময়ে , কিন্তু দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণী টিকতে পারবেনা , প্রায় অসম্ভব ।
আমি বাস্তবতা বললাম , আল্লাহ সবাইকে রহম করুন ।

#Collected from Shamsul Osthir

No comments

Powered by Blogger.