গল্প
*গল্প*
গল্প লেখার ইচ্ছা অনেক
জানা নেই কোনো কাহিনি
বিষন্নতা তাই ঘিরছে আমায়
কবিতা লিখে সাধ মেটাই।
লিখবো কি ভাবছি বসে
দেখছি বৃষ্টি অপলক চোখে
নাচছে প্রকৃতি মনের মতন
বৃষ্টির ঐ রিনিক ঝিনিক তালে।
বইছে হাওয়া তাল মাতাল
করে দিয়ে সব এলোমেলো
বৃষ্টিরা ও তার নাচ থামিয়ে
লুট করে সব চলে গেলো।
এই যাহ এটা কি হলো
গল্পটা যে হারিয়ে গেলো,
বৃষ্টিরা সব করলো চুরি
এখন তবে কি লিখি।
হলো না আর গল্প লেখা
কবিতা আমার সব
তবে কি কাহিনি নেই
গল্প লেখার,ছন্দে তে সব গাথা
এজন্য কবিতা লিখি,গল্প সব ই ফাঁকা।
Collected: Safiya Sultana
No comments